বাস্তবতা
বিধান চন্দ্র সান্যাল
যৌবনের বুকে আঁকা থাকে প্রেম
কৈশোরে খোলা মাঠ,
ইচ্ছে হয় না, তবু পেরোতেই হয়,
বয়সের চৌকাঠ।
সময়ের স্রোতে বার্ধক্য আসে
বয়সেরও হয় অবসর,
মৃত্যুটা আছে, তাইতো ভয়!
ভয়টাও হয় সুন্দর!
ভয়টা যখন ফুল হয়ে
ঝরে যায় অবেলায়,
কিছু ভয় নাকি তাড়িয়ে বেড়ায়
স্মৃতি গোছানো আলনায়।
আপনার মতামত লিখুন :