বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নীলফামারী জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন / ৬৬
বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নীলফামারী জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

 

সাজাদুর রহমান সাজু
স্টাফ রিপোর্টার

গতকাল  বুধবার, জুলাই ৩, ২০২৪, , সাবেক প্রধানমন্ত্রী, বিএন‌পি চেয়ারপার্সন দেশ‌নেত্রী বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে নীলফামারী জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে সমাবেশে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দীয় নির্বাহী কমিটি গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও প্রখ্যাত শ্রমিক নেতা জনাব আনিছুজ্জামান খান বাবু,

পঞ্চগড়ের সমাবেশে যাওয়ার পথে নীলফামারীর সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত প্রচার সম্পাদক ও সাবেক সফল ছাত্রনেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকু।

নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ,খ,ম আলমগীর সরকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ভিপি জহুরুল আলম সঞ্চালনা সকাল ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি গাজী মীর সেলিম ফারুক, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন,নীলফামারী সদর উপজেলা সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জুয়েল,নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাছুদ চৌধুরী, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো,

গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস সচিব শফিকুল ইসলাম রুবেল,গাইবান্ধ জেলা কৃষকদলের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু,

স্থানীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শামীম শাহ তনু,শাহজাদা মুক্তি, আব্দুস সালাম বাবলা, জামিলার রহমান, ফারুক পারভেজ ও ,মানিক প্রমুখ।

সমাবেশে শেষে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।