

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি হওয়ার পর প্রথমবারের মতো এলেন নিজ জেলা বরগুনায় মো. লুৎফর রহমান। শুক্রবার ২৬ সেপ্টেম্বর জুমআর নামাজ শেষে সার্কিট হাউস প্রাঙ্গনে তাকে গার্ড অফ অনার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক শফিউল আলম, বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারসহ বরগুনার বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। গত ২৬ আগস্ট ২০২৪ আইন সচিব শেখ আবু তাহের’র স্বাক্ষরিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়ে এক বছরের মাথায় ২৫ আগস্ট ২০২৫ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত মো. লুৎফর রহমানসহ আরও মোট ২৫ বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদে। ২৬ আগস্ট ২০২৫ দুপুর ১টা ৪০ মিনিটে তাদের শপথ পাঠ করানো হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোয়াজ্জেম হোসাইন।
আপনার মতামত লিখুন :