
আলী হোসেন,
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৪ টার দিকে উপজেলার ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর (বাইশ কলোনী) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী স্বপন মিয়ার বসতবাড়ি থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজনকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কাশিনগর এলাকার মৃত মন্তু মিয়ার ছেলে স্বপন মিয়া (২৩) এবং আখাউড়া উপজেলার রামধা নগর ভূঁইয়া বাড়ির মৃত সুলেমান ভুঁইয়ার ছেলে লোকমান ভূঁইয়া (৪০)। অভিযান চলাকালে আরও কয়েকজন সহযোগী পালিয়ে যায়। তারা হলেন কাশিনগর পশ্চিমপাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে লিটন মিয়া (৪৭), মৃত মলাই মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৩৮), নলগড়িয়া এলাকার মৃত জালাল মিয়ার ছেলে জাহাঙ্গীর (৪০), আব্দুস সাত্তারের ছেলে ইউসুফ মিয়া (৪০) সাদ্দাম মিয়া (৩০)সহ আরও কয়েকজন। বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, “মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :