বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন শহীদ ক্যাপ্টেন এম.মনসুর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান


প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২২, ১১:৩১ অপরাহ্ন / ৩৯৩
বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন শহীদ ক্যাপ্টেন এম.মনসুর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান

বিশেষ প্রতিনিধি  ঃ

মহান বিজয় দিবসে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদ ক্যাপ্টেন এম.মনসুর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান শেহেরিন সেলিম রিপন।

শুক্রবার সকাল ১০ টায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী সঙ্গে নিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি বলেন, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর জন্যই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং বিজয় দিবস উদযাপন করতে সক্ষম হচ্ছি। বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন বাঙ্গালীর হৃদয়ে থাকবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ লালন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে এই বিজয় দিবসে সকল বাঙ্গালিকে ৭১’এর পরাজিত শক্তিকে চিরতরে বিনাশের প্রতিজ্ঞা করতে হবে। এ সময় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ্যাড. মজিবর রহমানসহ সংগঠন ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


There is no ads to display, Please add some