বিবেকবোধের ছুটি


প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন / ১৩১
বিবেকবোধের ছুটি

বিবেকবোধের ছুটি
শিব্বির দেওয়ান

গ্রামীণ গরীব মানুষের দুঃখ হয় না দূর
মানবতা কতদূর।
আশ্বাসে বিশ্বাসে তাদের বিরহ জ্বালা কেবলি দ্বিগুন হয়।

দুঃখ লালন করে বছরের পর বছর
সুখ ফিরে আসে না কেবল বিরহ জ্বালা-ই-বাড়ে।
প্রতিঘাতে বিশ্বাসে হয় আহত
প্রতারনায় হয় শোকাভিভূত।

টাকার অংকে ঝুলে থাকে মানবতা
এটাই আজ সামাজিক বাস্তবতা।
মমতা অসীম আবেগে স্বর্ণ বন্ধক রেখেছে
সেবক টাকা গুনেছে
সুদ বাড়ে বিবেক নাহি নড়ে।

মোরশেদ জেলে কার্ড পেতে জাল পেতেছে
সেবক টাকা গুনেছে।
টাকায় টাকায় সেবা মাইনকার চিপায়
মানুষ মানবতা কাঁদে বিবেক কোথায়?

বিবেক বাবু নিশ্চুপ
খাদক বাবু বেপরোয়া
জনগন দিশেহারা।

কে কোথা?বিলাপ প্রলাপ
আকাশ জোড়া
শোষনে হৃদয় পোড়া।

ভোট এলে জটলা বাঁধে
যেখানে সেখানে চা সাদে।
এখন কোথায় ও কেউ নেই
নাই নাই অজুহাত এই সেই।

শূর্নতা বিরাজমান
কিসে সম্মান।
বিবেকবোধের ছুটি
ওষ্ঠাঘাতে টুঁটি।
কেবল সেবা পণ্য জনগন নিরন্ন।