বিয়ানীবাজারে ওয়ারেন্টভূক্ত আসামী ফয়ছল গ্রেপ্তার


প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন / ৮১
বিয়ানীবাজারে ওয়ারেন্টভূক্ত আসামী ফয়ছল গ্রেপ্তার

রুহুল আমীন তালুকদার,সিলেটঃ

সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ এক অভিযানে ফয়ছল আহমদ(৪০) নামের এক ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করেছে।
২৯ নভেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাত ২টায় উপজেলার খারাভরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী উপজেলার ৩নং দুবাগ ইউনিয়নের, পশ্চিম খারাভরা(বরইআইল) গ্রামের হাজী আব্দুল মনাফ(মনাই মিয়া)’র ছেলে।
বিয়ানীবাজার থানা পুলিশ সু্ত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানায় সদ্যযোগদানকৃত (তদন্ত) অফিসার মোঃ ছবেদ আলীর দিক নির্দেশনায় উপ-পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম শিকদার, সৌরভ সাহা, নাজমুল হক মামুন, সহকারী উপ-পরিদর্শক রিতন ও সঙ্গীয় ফোর্স সহ ঝটিকা অভিযান পরিচালনা করিয়া তাকে গ্রেপ্তার করা হয়।
থানায় চলিত দায়িত্বে থাকা ইনচার্জ (তদন্ত) অফিসার বলেন, গ্রেপ্তারকৃত আসামী ফয়ছল আহমদ, এর বিরুদ্ধে পারিবারীক মামলা নং- ০৫/২০১৬ ইং ও টাকা জারী মামলা নং- ৪/ ২০১৯ ইং, (বিয়ানীবাজার) এর ওয়ারেন্ট ছিল। শুক্রবার সকালে তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।


There is no ads to display, Please add some