বিয়ানীবাজারে চিনিকাণ্ড::এবার শাকেল গ্রে-প্তা-র


প্রকাশের সময় : জুন ২২, ২০২৪, ১:২১ পূর্বাহ্ন / ৯১
বিয়ানীবাজারে চিনিকাণ্ড::এবার শাকেল গ্রে-প্তা-র

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:
বিয়ানীবাজারে চিনিকাণ্ড : এবার শাকেল গ্রে-প্তা-র
বিয়ানীবাজারে আলোচিত চিনি কাণ্ডের অন্যতম সদ্য সাবেক বিয়ানীবাজার পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম শাকেল (২৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুন) বিকালে উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা গ্রামে অভিযান চালিয়ে গুলিশ তাকে গ্রেপ্তার করে। এ নিয়ে ট্রাকভর্তি ৪ শ’ বস্তা চিনি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ৪জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আশরাফুল আলম শাকেল পৌর এলাকার শ্রীধরা গ্রামের মৃত ছাইফুল আলমের ছেলে। তিনি বিয়ানীবাজার পৌর ছাত্রলীগের সদ্য বিলুপ্ত হওয়া কমিটির সভাপতি ছিলেন।

তবে শাকেলকে গ্রেপ্তার করলেও সে এজাহারভুক্ত আসামী নয় বলে জানায় পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও কল রেকর্ড ফাঁসে সন্দেহের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিয়ানীবাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর গ্রেপ্তারের বলেন, চিনি ছিনতাইয়ের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে। জেলা ও থানার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।গ্রেপ্তারকৃত সাকেলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত অন্য আসামীদের মতো তাকেও রিমাণ্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে।

তিনি আরও বলেন, ট্রাকভর্তি চিনি ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তার ও অবশিষ্ট ৩২০ বস্তা চিনি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।