

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব হিসেবে নির্বাচিত হওয়ায় আজিজুর রহমান জয়নালকে সংবর্ধনা দিয়েছে সংস্থার বিয়ানীবাজার উপজেলা শাখা। শুক্রবার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ও আঞ্চলিক সাংবাদিকরা উষ্ণ অভিনন্দন জানান।
জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলা কমিটির সভাপতি এম এ রশীদের সভাপতিত্বে এবং কবি আজিজ ইবনে গণি ও সংবাদকর্মী মুশফাকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলা কমিটির অর্থ সম্পাদক ইবান হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা তান্নি আক্তার আয়েশা, বিয়ানীবাজার উপজেলা কমিটির প্রচার সম্পাদক সুয়েব আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা হামিদা বেগম ঝুমা, অর্থ সম্পাদক সালেহ আহমদ, সাংবাদিক আব্দুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিক আজিজুর রহমান জয়নাল সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার দীর্ঘদিনের পেশাদারিত্ব ও কর্মপ্রচেষ্টা জাতীয় সাংবাদিক সংস্থাকে যেমন সুসংহত করেছে, তেমনি গণমাধ্যম ও সমাজেও রেখেছে বিশেষ অবদান। বক্তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে সংস্থা আরও বিকশিত ও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা আজিজুর রহমান জয়নালের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তার সফল ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য আন্তরিক শুভকামনা জানান।
আপনার মতামত লিখুন :