আজিজুর রহমান (জয়নাল)
বিয়ানীবাজার পৌরশহরের ভ্রাম্যমান আদালতের অভি-যানে ৫টি খাবারের প্রতিষ্ঠানকে জরি-মানা করে।
বিয়ানীবাজার পৌরশহরে পচা ও বাসি খাবার পরিবেশন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং বৈধ কাগজপত্র না থাকার দায়ে পাঁচটি রেষ্টুরেন্টকে নগদ অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।বুধবার সন্ধ্যায় শহরের প্রধান সড়কের রেস্টুরেন্ট,মিষ্টান সামগ্রির দোকানে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার ভূমি কাজী শারমীন নেওয়াজ।
ভ্রাম্যমান আদালতের অভিযানে বেশ কিছু রেস্ট্রেরেন্ট পরিচালনায় অসঙ্গতি পাওয়ায় প্রাথমিকভাবে সর্তক করেছেন আদালত। আদালতের অভিযানের খবর চাওর হলে অনেক রেস্টুরেন্ট তাদের ব্যবস্থাপনায় দ্রুত পরিবর্তন নিয়ে আসে।
ভ্রাম্যমান আদালতের অভিযানে পৌরশহরের পাঁচটি রেস্টুরেন্টকে ১১ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
কুসুমবাগ হোটেল ৫হাজার,যামিনি হোটেল ৩ হাজার,মকবুল হোটেল,১ হাজার, পানসি রেস্টুরেন্ট ১ হাজার টাকা ও রান্নাঘর রেস্টুরেন্টে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আপনার মতামত লিখুন :