সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি।
বিলাইছড়িতে ০২ ডিসেম্বর শুক্রবার (১৫ঃ৩০- ঘটিকা সময় বিলাইছড়ি উপজেলার দীঘলছড়ি ফুটবল মাঠে মোঃ মিজানুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার বিলাইছড়ি এর সভাপতিত্বে এবং ৩২ বীর বিলাইছড়ি জোনের তত্ত্বাবধানে
,শান্তি চুক্তির ২৫ তম রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে বিলাইছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা বনাম বিলাইছড়ি জোন প্রীতি ফুটবল ম্যাচ ড অনুষ্ঠিত হয়।
উক্ত ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএ-৮৮৭৫ মেজর জালিস মাহমুদ খান উপ-অধিনায়ক ৩২ বীর বিলাইছড়ি জোন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব বীরোওম তঞ্চঙ্গা-উপজেলা চেয়ারম্যান বিলাইছড়ি উৎপলা চাকমা-মহিলা ভাইস চেয়ারম্যান বিলাইছড়ি উপজেলা, রামাচরন(রাসেল) মারমা ০২ কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান,সুনীল কান্তি দেওয়ান,চেয়ারম্যান ০১ নং বিলাইছড়ি ইউনিয়ন, এএসআই (নিঃ) জুমায়েত হোসেন,প্রতিনিধি বিলাইছড়ি থানা ও এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি,দর্শনার্থী সহ আনুমানিক(৩৫০/৪০০) জন জনবল উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
খেলার ফলাফলঃ- ৩২বীর বিলাইছড়ি জোন=০০ বিলাইছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা= ০১ গোলে বিজয়ী।খেলা শেষে দুই দলকেই পুরস্কৃত করা হয়।
আপনার মতামত লিখুন :