বিলাইছড়িতে নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন


প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২২, ২:২৯ অপরাহ্ন / ৫০২
বিলাইছড়িতে নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
জেলা প্রতিনিধিঃ বিলাইছড়ি উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন ২০২২ উপলক্ষে ক্রীড়া অনুষ্ঠান, আলোচন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

১৬ ডিসেম্বর ( শুক্রবার) সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি মধ্যে দিয়ে সূচনা করা হয় দিবসটি । বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্বরণে সন্মান ও শহীদ মিনারে পুষ্ষস্তবক অর্পন এবং পরে উপজেলা স্টেডিয়াম দীঘলছড়ি মাঠে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

 

মহান বিজয় দিবস উদযাপনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং মুক্তি যুদ্ধের ৩০ লাখ শহীদ ও ২ লক্ষ মা-বোনের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসারের কর্যালয়, থানা ও অন্যান্য কার্যালয়ে বর্ণিল আলোয় আলোকিত বা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

 

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃমিজানুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা

এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুরজিত দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বরুন কান্তি চাকমা এবং চিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ও বিলাইছড়ি হেডম্যান এসোসিয়েশনের সভাপতি শান্তি বিজয় চাকমা।

 

এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মচারী,শিক্ষক, সাংবাদিক,পুলিশ, আনসার, ভিডিপি সহ অন্যান্য বাহিনী ও নেতা- নেতৃবৃন্দ।

বিজয় দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ,প্যারেড, ডিসপ্লে ও বিদ্যালয়েের ছাত্র- ছাত্রীদের বিভিন্ন ইভেন্টের খেলাধূলা, মুক্তি যোদ্ধাদ্ধের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ডিসপ্লেতে প্রথম স্থান অধিকার করেছে দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয় এবং প্যারেড পরিচালনায় অধিনায়কের দায়িত্বে ছিলেন থানা এসআই পুলেন বড়ুয়া।

 


There is no ads to display, Please add some