বিলাইছড়িতে ফুটবল উদ্বোধনী খেলায় ৩-১ গোলে এগিয়ে দীঘলছড়ি যুব কল্যাণ ক্লাব


প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৪, ৮:২৯ অপরাহ্ন / ৫৮
বিলাইছড়িতে ফুটবল উদ্বোধনী খেলায় ৩-১ গোলে এগিয়ে দীঘলছড়ি যুব কল্যাণ ক্লাব

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি-

রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় জাগ্রত ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকাল ৩:০০ টায় উপজেলা স্টেডিয়াম দীঘলছড়িতে জাগ্রত ফুটবল টুর্ণামেন্ট কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও স্থানীয় সকলের সহযোগিতায় এই টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং সাবেক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিভূতি ভূষণ চাকমা।

আরও উপস্থিত ছিলেন জাগ্রত ফুটবল টুর্ণামেন্ট আয়োজক কমিটির সভাপতি শান্ত জিৎ তঞ্চঙ্গ্যা (শিক্ষক) এবং উত্তম জয় তঞ্চঙ্গ্যা (শিক্ষক) সহ অন্যান্য আয়োজক কমিটিবৃন্দ। উদ্বোধনী খেলায় ৩-১ গোলে দোসরী পাড়া মডেল ক্লাবকে হারিয়ে জয়লাভ করে দীঘলছড়ি যুব কল্যাণ সংঘ ক্লাব।

এতে খেলায় ১ মার্ধে দীঘল ছড়ির পক্ষে ৩০ মিনিটে ১ টি গোল করেন ৯ নাম্বার জার্সি পড়া পরিচিত খেলোয়াড় দীপু তঞ্চঙ্গ্যা। বিরতির পরে ৫৫ মিনিটে ১টি ও ৬২ মিনিটে আরেকটি গোল করেন একই দলের ১১ নাম্বার জার্সি পড়া খেলোয়াড় নিকাশ চাকমা এবং ৫ নাম্বার জার্সি পড়া খেলোয়াড় অভিষেক চাকমা। অন্য দিকে দোসরী পাড়া পক্ষে ৬৭ মিনিটে গোল করেন ৮ নং জার্সি পড়া খেলোয়াড় দীপ্তি বিজয় তঞ্চঙ্গ্যা।

খেলায় গ্রুপ ভিক্তিক অন্য দলগুলো হলেন, ধূপ্যাচর যুব সংঘ ক্লাব,স্বগীয় সুরেন্দ্র লাল হেডম্যান স্মৃতি একাদশ ধূপ্যাচর,কুতুব দিয়া যুব সংঘ ক্লাব, কেরণছড়ি যুব সংঘ,বিলাইছড়ি কলেজ, মালুম্যাপাড়া যুব সংঘ, জুম পহর স্পোর্টিং ক্লাব বাঙ্গালকাটা, বহলতলী যুব সংঘ, কেংড়াছড়ি উদ্দম প্রগতি সংঘ, সাপছড়ি যুব সংঘ এবং ধূপশীল যুব পরিষদ।

এতে মোট ১৩ টি দল অংশগ্রহণ করবে বলে জানা যায়।
খেলা আক্রমণ ও পাল্টা আক্রমণ মধ্যে চললে গ্যালারী পূর্ণ দর্শকে দারুণ উপভোগ করে ফুটবল প্রেমীরা।