
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি-
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক বিলাইছড়ি উপজেলা পরিদর্শন করেছেন। তিনি বিলাইছড়ি কলেজ ভবন ভিত্তি প্রস্তর স্থাপন- এঁর উদ্বোধন করেন। সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমেদ (যুগ্ম সচিব), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী সিবলী নোমান, সহকারী প্রকৌশলী সুমেশ চাকমা।

রবিবার ( ১৯ অক্টোবর) প্রশাসনের আয়োজনে দুপুরে বিলাইছড়ি উপজেলায় পৌঁছালে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য দপ্তর হতে প্রধান অতিথি সচিবকে
পুস্পমাল্য দিয়ে বরণ করা হয়। সফরে সচিব কলেজের একাডেমিক ভবন নির্মাণের জায়গা পরিদর্শন করেন। এ ছাড়াও তিনি নীলাদ্রি রিসোর্ট, আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, বিলাইছড়ি কলেজ পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে কলেজের শিক্ষক -শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে ত্রিপক্ষীয় সভায় যোগদেন। এবং বিকালে উপজেলা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক, উপজেলা বিএনপির সভাপতি এম. এ সালাম ফকির ও সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুজন বড়ুয়া, থানার এস. আই মো. আব্দুর রব, চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা, হেডম্যান সুনিক জ্যোতি তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা (অ: দা:) রিনি চাকমা, বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা (মনি), কলেজের অভিভাবক তপন চাকমাসহ অন্যান্য জনপ্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারী।
আপনার মতামত লিখুন :