বিশিষ্ট বেতার শ্রোতা এম. জামাল আহমেদ সূবর্ণা’র শুভ জন্মদিন


প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২২, ৯:০৯ অপরাহ্ন / ৩৭৭
বিশিষ্ট বেতার শ্রোতা এম. জামাল আহমেদ সূবর্ণা’র শুভ জন্মদিন

 

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

জন্মের পর থেকেই নানার মাধ্যমে রেডিও শোনা শুরু এবং সেখান থেকেই বেতারের বিভিন্ন অনুষ্ঠানে চিঠি লেখা এবং অনেকবার বাংলাদেশের জাতীয় বেতার কেন্দ্রসহ বিভিন্ন বেতার কেন্দ্র থেকে শ্রেষ্ঠ পত্র লেখক বা শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হওয়া এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, উপস্থাপনা ও সংগঠক হিসেবেও তার পদচারণা অব্যাহত রেখেছেন।

যিনি পেশায় একজন বে-সরকারি প্রতিষ্ঠানের চাকুরজীবি। ১৯৯৩ সালের ১২ ডিসেম্বরে ফরিদপুরের বোয়ালমারীতে জন্ম গ্রহণ করেন তিনি, কর্মসূত্রে বর্তমান অবস্থান ঢাকার গুলশানে। তিনি খুব সাধারণ পরিবারের একজন মানুষ। পড়াশোনা গ্রামের বাড়ি থেকে এস.এস.সি এবং এইচ.এস.সি, ঢাকাতে এসে চাকরির পাশাপাশি বি.এস.এস সমাপ্ত করে।

বিশিষ্ট বেতার শ্রোতা এম. জামাল আহমেদ সূবর্ণা’র পিতা মো. আবু বক্কার, মাতা জামেলা বেগম দম্পতির পরিবারে তিন ভাই বোনের মধ্যে তিনি হলেন সব থেকে বড় সন্তান ।

এই প্রতিবেদকের সঙ্গে এক স্বাক্ষাতকারে তিনি বলেন, আন্তর্জাতিক রেডিও ষ্টেশন গুলো মধ্যে অন্যতম ডয়েচে ভেলে, বিবিসি বাংলা, রেডিও তেহেরান, রেডিও ভেরিতাস এশিয়া এবং আরো কয়েকটি দেশের ইংলিশ সার্ভিসে নিয়মিত ভাবেই শোনা ও লেখালেখি এবং সেখান থেকেও অনেকবার পুরস্কার বিজয়ী হয়েছেন।

তিনি যে সব সংগঠনের সাথে জড়িত আছেন, বেতারকে ভালোবেসে একটি বেতার শ্রোতা সংগঠন তৈরি করেছেন যার নাম “ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাব” সেখানে সভাপতিদের দায়িত্ব পালন করছেন।

বেতার শ্রোতাদের আয়োজনে বেতার শ্রোতা মিলন অনুষ্ঠানে অগ্রণী ভুমিকা রাখেন তিনি।
সামাজিক ও সাংগঠনিক কর্মকান্ড তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
পাশাপাশি বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এবং চলচ্চিত্রের নায়ক ডিএ তায়েব ভাইয়ের একটি অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন সুপার হিরো ডিএ তায়েব ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন বর্তমানে তিনি।

পারিবারিক ভাবে সহধর্মিনীর আলো আহমেদকে সাথে নিয়ে স্বাচ্ছন্দেই কাটছে এই বিশিষ্ট বেতার শ্রোতা এম. জামাল আহমেদ সূবর্ণা’র আজ তার শুভ জন্মদিন।

সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা-
এম. জুলফিকার আলী ভুট্টো।


There is no ads to display, Please add some