বিশ্ব কবিতা দিব
বিজন বেপারী
কবিতা হয় কবির গুনে
দেশ জনপদ নিয়ে
খোকা খুকি ধরছে যে মাছ
গায়ের গামছা দিয়ে।
সুকুমার রায় বেশ ছড়াকার
রবীন্দ্রনাথ বেশ
কাজী নজরুল দ্রোহের কবি
লম্বা মাথায় কেশ।
কামিনী রায় রোকেয়া ওই
বিশ্বে পূজনীয়
বিশ্ব কবিতা দিবসে তাই
কবির সম্মান দিও।
দেশ বিদেশের সকল কবির
প্রতি শ্রদ্ধা আজ
তাঁদের কথা বুকে রাখি
মাথার করি তাজ।
আপনার মতামত লিখুন :