বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গোবিন্দগঞ্জে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আলোচনা সভা ও র্্যালী অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৪, ২:০৬ অপরাহ্ন / ২৯
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গোবিন্দগঞ্জে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আলোচনা সভা ও র্্যালী অনুষ্ঠিত

 

সাজাদুর রহমান সাজু
স্টাফ রিপোর্টার

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ১০ই ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত হয়েছে ।

জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাজাদুর রহমান সাজুর পরিচালনায় অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মূল্যবান।বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত ইকবাল হোসেন পাশা।।

আলোচক হিসাবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবীর মনু ও কামদিয়া তেঘরা মোত্তালিব নগর আব্দুল কদ্দুস সরকার কৃষি কলেজের অধ্যষ্ক কৃষিবিদ শরীফ আহমেদ ছকি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি জিল্লুর রহমান সরকার, উপজেলা বাসদের সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম সদস্য ও রিপোর্টাস ফোরামের সাধারণ সম্পাদক কালা মানিক দেব, জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ শাখার সহ সভাপতি শাহীন আলম, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক ওয়াজেদ আলী,সহ নেতৃবৃন্দ।।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান মহলদার,কৃষক দল নেতা হাবিবুর রহমান হাবিব আতাউর রহমান সরকার সলিমুদ্দিন বেপারী,সাংবাদিক শ্রী রতন ঘোষ,মিজানুর রহমান,আবু তারক, শহিদুল ইসলাম খোকন,স্বাধীন কুমার,শামসুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা,রাজা মিয়া, সেলিম মিয়া প্রমুখ।

বক্তরা জনসাধারন তথা প্রত্যেক টি মানুষের মানবাধিকার বাস্তবায়নে সকলকে এক যোগে কাজ করার আহবান জানান।