
বৃষ্টি আসলেই
হাসান শাহরিয়ার পল্লব
বৃষ্টিকে আমি ভালবাসি
তখন যখন থেকে আমি বুঝতে শিখেছি,
অল্প অল্প করে চিনতে শিখেছি,
প্রকৃত প্রকৃতির ভালবাসা।
সেই প্রকৃতির ভালবাসার মধ্যে কেন?
বৃষ্টিই শুধু বৃষ্টিই আমাকে টানে?
জীবনের কৈশোরের সেই ভাললাগা বৃষ্টিই কেন পঞ্চাশোর্ধাতে!
বৃষ্টি একই রকম অনুভূতি নিয়ে থাকবে
থাকবে একান্ত আমার।
তবে সেই বৃষ্টিই কি অনন্যা!
অনন্য সুন্দর স্নেহ পরম ভালবাসা মাখা এক দারুন
সময়ের অনুভূতি।
যখন আস তখন গড় গড় করে বলতে থাক
বলতে থাক স্নেহ আবেগ আর ভালবাসার কথা।
হ্যাঁ, সেই বৃষ্টির অপেক্ষায়,
প্রকৃতির রুক্ষতা যখন ভয়াবহ রুপ ধারণ করে,
তখন চিৎকার করে বলতে ইচ্ছা করে,
বৃষ্টি তুমি আস।
তুমি আস আমার কাছে,
আমার শরীরে সমস্থ রুক্ষতা দূর করে এক
অন্যরকম ভালবাসায় ভরিয়ে দিতে।
তুমি থাক,
আমার সাথে সাথে মিলেমিশে।
বৃষ্টি!
তুমি কি আসবে আসবে আমার ভালবাসার প্রতিকিতে।
জে/এ

আপনার মতামত লিখুন :