বোয়ালমারীতে চেক ডিজঅনার মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার


প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৩, ৮:৩৪ অপরাহ্ন / ৪৫৭
বোয়ালমারীতে চেক ডিজঅনার মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

 

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে চেক ডিজঅনার মামলায় মহসিন আলম চান নামের একজন ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার দিবাগত রাত দেড়টায় বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠা গ্রামে নিজ বাড়ির থেকে ওই আসামীকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, মহসিন আলম চানের নামে চেক ডিজঅনার মামলায় আদালতে যথা সময়ে উপস্থিত না হওয়ায় ওয়ারেন্ট ইস্যূ হয়। বিজ্ঞ আদালত তাকে গ্রেফতার করার আদেশ দেন। সে আদেশের পেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃত আসামীকে সোমবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।