বোয়ালমারীতে বাস মোটরসাইকেল দূর্ঘটনায় ২ জন নিহত


প্রকাশের সময় : জুলাই ২, ২০২৪, ৯:০৫ অপরাহ্ন / ৯২
বোয়ালমারীতে বাস মোটরসাইকেল দূর্ঘটনায় ২ জন নিহত

 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে বাস মোটরসাইকেল সরাসরি দূর্ঘটনায় দুজন নিহত হয়েছে। নিহত দু জন মোটরসাইকেল আরোহী। নিহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।

মঙ্গলবার (২জুলাই) সন্ধ্যা ৬.১০ মিনিটে উপজেলার বাইখীর গ্রামের মিল গেট আসাদ শেখের বাড়ির সামনে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর গামী মালঞ্চ নামের লোকাল বাস ও সহস্রাইল গামী পালসার ১৫০ সি সি মোটরসাইকেল সরাসরি সংঘর্ষে ঘটনা স্থলে মোটরসাইকেলে আরোহী ২ জন নিহত হয়। মোটরসাইকেল দু জন বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আসার কারণে এ দূর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাস ও দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল এবং লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়। লাশের নাম ঠিকানা এখনো জানা যায়নি। তবে খোঁজ লাগানো হয়েছে। নিহতদের দুটি মোবাইল ও একটি মানি ব্যাগ পাওয়া গিয়েছে। মানি ব্যাগে ছবি রয়েছে।

 


There is no ads to display, Please add some