বোয়ালমারীতে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ


প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২২, ১০:৩৭ অপরাহ্ন / ৩৮৪
বোয়ালমারীতে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ

 

এস এম রুবেল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে
ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭.১০.২২) বিকেলে
উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের হাতে
ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড তুলে দেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইনের সভাপতিত্বে এবং পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম-সেবা, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএম মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি সৈয়দ রাসেল রেজা প্রমুখ।