ব্যাচেলর প্রো ম্যাক্স এর সারথী হলেন সাদাত


প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৫, ৬:১৪ অপরাহ্ন / ৯৩
ব্যাচেলর প্রো ম্যাক্স এর সারথী হলেন সাদাত

খোন্দকার এরফান আলী বিপ্লব:

সাঁতার ও ক্রিকেটপ্রেমী এক তরুণ সাদাত। বয়স ২০ এর কোঠায়। তিনি অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। পড়াশুনা করেন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এবার নিজেকে যুক্ত করলেন নাট্যাঙ্গনে। সারথী হলেন নাটক “ব্যাচেলর প্রো ম্যাক্স”-এ। গেল বাংলা নববর্ষে নাটকটিতে অভিষেক ঘটে তার। একটি দৃশ্যে দেখা যায়, কাজের সন্ধানে ঢাকায় ছুটে আসে সাদাত। ঢাকায় এসেই পরিচয় ঘটে চলচ্চিত্র পরিচালক হারাম খানের। তার খপ্পরে পড়ে সে।এভাবে নাটকে নানা সময়ে নানা আঙ্গিকে সাদাতকে দর্শক দেখতে পাবেন। সাদাত প্রসঙ্গে পরিচালক এইচ, এম পিয়াল বলেন, “ব্যাচেলর প্রো ম্যাক্স এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে নতুনদেরকে সুযোগ দেয়া ও নতুন শিল্পী-কলাকুশলী গড়ে তোলা। আর সে কারণেই সাদাতদের মতো নতুনদেরকে নাটকটিতে সুযোগ দেয়া। আশা করি অন্যদের ন্যায় সাদাতও ভালো করবে। একজন পরিপূর্ণ শিল্পী হিসেবে গড়ে তুলতে তাকে সে ভাবে সাপোর্ট দেয়া হবে।”
গেল ঈদুল ফিতরের চাঁদ রাতে নাটকটির ১ম পর্ব উন্মুক্ত করা হয়েছে। এরপর নিয়মিত ইউটিউবে ঢাকা মডেল এজেন্সি’র ড্রামা চ্যানেলে অন্যান্য পর্ব দর্শকদের জন্যে উন্মুক্ত করা হচ্ছে। সেখানে যে কেউই নাটকটি যেকোন সময় দেখতে পাবেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জননন্দিত নির্মাতা এইচ, এম পিয়াল। সম্পাদনা ও ডিওপি হিসেবে কাজ করেছেন ইরকে মানিক। কারিগরি সহযোগিতায় ইভেন্ট এশিয়া ও ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় পাক্ষিক আনন্দ বিনোদন। ঢাকা মডেল এজেন্সি’র প্রোডাকশন “ব্যাচেলর প্রো ম্যাক্স”নাটকটি দম ফাটানো হাসির নাটক হিসেবে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। আর প্রশংসা কুড়িয়েছে সাংস্কৃতিক অঙ্গনে।
উল্লেখ্য নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এস, এ, এম সুমন, খোন্দকার এরফান বিপ্লব, মাহবুব দাদা ভাই, ইমরান নায়ক, মুন্না অনিক, রিমন সোহেল, সিমান্ত, তানিশা শিলা, জান্নাত, পাখি, সানজানা, জ্যোতি ইসলাম, কোয়েল শিলা পাল, মিজান, সোহেল আহমেদ, আনোয়ার, মালিহা মিম, কিশোর ডি কস্তা, লিটন মামা, অনিক হোসেন, মিজানুর রহমান জাহাঙ্গীর ও শিশু শিল্পী মাষ্টার তিমনসহ আরও অনেকে।


There is no ads to display, Please add some