[gtranslate]

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন / ১১৪
ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া  জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় শহরের জেল রোডস্থ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দ এমরানুর রেজা।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফসিউর রহমান হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যুগ্ম আহ্বায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ জাকির হোসেন এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম. ওয়াছেল ছিদ্দিকী। বীর মুক্তিযোদ্ধা মো.মকবুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন  বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিল, তাজ মো.ইয়াসিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বৈষম্য ও অনিয়ম বিরোধী নাগরিক সমাজের সভাপতি কমরেড নজরুল ইসলাম।
সভায় মুক্তিযোদ্ধারা তাঁদের অভিজ্ঞতা, সমস্যা ও বিভিন্ন দাবি দাওয়ার কথা তুলে ধরেন। বক্তারা মুক্তিযোদ্ধাদের সম্মান, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার আহ্বান জানান এবং আগামী দিনে মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করা সহ সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।