
আবদুল্লাহ আল মামুন:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা ও পূজামন্ডপের নিরাপত্তার বিষয়টি তদারকির জন্য গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে বারটা হতে ভোর ভোর সাড়ে চারটা পর্যন্ত অধিনায়ক (পরিচালক) মোঃ জানে আলম সুফিয়ান, পিএএম, পিডিএমএস, ব্রাহ্মণবাড়িয়া আনসার ব্যাটালিয়ন (১৫ বিএন) এর নেতৃত্বে আনসার ব্যাটালিয়নের ২০ সদস্য বিশিষ্ট একটি সশস্ত্র টিম নিয়ে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও প্রতিমা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের সময় উক্ত টিমে আরও অংশগ্রহণ করেন অত্র ব্যাটালিয়নের সার্কেল অ্যাডজুট্যান্ট তপন চন্দ্র সিকদার।

শুরুতেই তিনি দক্ষিণ পৈরতলা পূজামন্ডপ পরিদর্শন করে প্রতিমা পর্যবেক্ষণ করেন। এসময় তিনি মহিষাসুরের প্রতিমা পৌরাণিক বর্ণনা অনুযায়ী তৈরি করা হয়েছে কিনা তা বিশেষভাবে পর্যবেক্ষণ করেন। প্রতিমা পর্যবেক্ষণ শেষে পূজা আয়োজক কমিটির সদস্যদের সাথে পূজামন্ডপ ও এর আশেপাশের এলাকার সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন এবং তাদের এই বলে আশ্বস্ত করেন যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশব্যাপী পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে যাতে সনাতন ধর্মাবলম্বীরা তাদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন। এরপর তিনি তার টিম নিয়ে একে একে ধারাবাহিকভাবে রাধিকা সর্বজনীন পূজামন্ডপ, নবীনগর উপজেলা পূজামন্ডপ, শ্রী শ্রী হরি সভা মন্দির পূজামন্ডপ, দনেশ্বী গণেশ সরকারের বাড়ি পূজামণ্ডপ, বিরামপুর বামন্দী বাড়ি পূজামণ্ডপ, সুহিলপুর হিন্দুপাড়া সর্বজনীন পূজামন্ডপ, শ্রী শ্রী হরিসভা বাংলা পূর্ব পাড়া পূজামন্ডপ পরিদর্শন করেন।

উপরে উল্লিখিত পূজামণ্ডপসমূহ পরিদর্শনের সময় কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি এবং পূজামন্ডপের আশেপাশের এলাকার পরিবেশ স্বাভাবিক ও শান্তিপূর্ণ ছিল।
আপনার মতামত লিখুন :