ভান্ডারিয়ায় ব্র্যাক এর উদ্যোগে বাল্য বিবাহ নিরোধ আইন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৪, ২:৩৫ অপরাহ্ন / ৮৬
ভান্ডারিয়ায় ব্র্যাক এর উদ্যোগে বাল্য বিবাহ নিরোধ আইন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত

এম এফ এইচ রাজু,
ভান্ডারিয়ায় (পিরোজপুর) প্রতিনিধি-

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসন এর আয়োজনে ও ব্র্যাক ভান্ডারিয়া শাখার উদ্যোগে বাল্য বিবাহ নিরোধ আইন ২০০৭ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ জুলাই) সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন আরাফাত রানা।

এসময়, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি পিরোজপুর জেলা শাখার ব্যাবস্থাপক, মো: জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জহিরুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ওহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: আব্দুল ওহাব হাওলাদার, মজিদা বেগম মহিলা কলেজ এর সহকারী অধ্যাপক মো: মুরাদ হোসেন, মজিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনির হোসেন, বিবাহ ও তালাক রেজিস্ট্রার মো: আব্দুর রহিম, পুরোহিত বিমল কৃষ্ণ ভক্ত, সাংবাদিক লোকমান হোসেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ভান্ডারিয়া শাখার কর্মকর্তা সঞ্জয় মালাকার প্রমুখ।

বক্তারা বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি! সমাজে বাল্য বিবাহ প্রতিরোধে সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে বাল্য বিবাহের ক্ষতিকর দিক ও ভয়াবহতা সম্পর্কে আলোচনার পাসাপাশি বাল্য বিবাহ প্রতিরোধে বাংলাদেশ সরকারের প্রচলিত আইন “বাল্য বিবাহ নিরোধ আইন ২০০৭” সম্পর্কে সকলকে সচেতন হওয়া এবং কোথাও বাল্য বিবাহ সংঘটিত হইলে তা প্রতিরোধে উপজেলা প্রশাসন অথবা জাতীয় সহায়তা কল সেন্টার ৯৯৯ এ অবহিত করার পরামর্শ প্রদান করেন।

বক্তারা আরো বলেন, হিন্দু সম্প্রদায়ের মাঝে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন তাদের উল্লেখযোগ্য কোনপ্রকার প্রমাণপত্র থাকে না, যে কারনে পরবর্তীতে ভিবিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তারা, এ লক্ষে সকল হিন্দু সম্প্রদায়ের বিবাহ রেজিস্ট্রার ও নিকাহনামা প্রদানের ব্যাবস্থা গ্রহনে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।


There is no ads to display, Please add some