ইলা বিশ্বাস
জানি ভুলতে পারনি বেদনা ভার
ভাগ্যের নির্মম পরিহাস
এমন কেন হিসাব বিধাতা তোমার
দিলে যে প্রাণ যন্ত্রণা বিষাদে ভরিলে উদর।
খেলিলে খেলা ছলে
নিষ্ঠুর বিধান নয়নের জল ঝরে অবিরল
মৃত্যু সে তো তোমারই দান
মরণে ও ছোবল ব্যাথাভরা প্রাণ
ভালোবাসার ঘর চিরতরে খান খান।
এতো আড়াল কথা আড়াল লজ্জার অবসান
ফিরবে না জানি ভুলতে পারিনা
মধুর কাকলি ভালোবাসার বন্ধন
রেখে গেলে সবই মৃত্যুর শীতল ছায়ায়।
ভালোবাসা হাসায় কাঁদায় ডোবায়
মৃত্যু ও ঘটায় এ যেন জুয়াড়ির জুয়া খেলা
জিতে গেলে লাভ না হয় সর্বনাশ
যে ঠোঁট নিয়েছে ভালোবাসা অবিরাম
আদর সোহাগ কেন তারে ভুলে
স্বেচ্ছায় মৃত্যুবরন এমন পরাজয় ভাবিনি
হতে পারে কখনো তোমার।
হয়ত মেনে নিতে পারনি বিধবার সাজ
মনে মনে কতটা ভেঙে ছিলে
পারোনি জানাতে বোঝাতে পারোনি স্বাভাবিক হতে
চলে গেলে অন্ধকারে পরাজয়ের গ্লানি মেনে
ভালো থাকো হয়ত দেখা হবে প্রিয় মুখের সাথে
যেখানে জড়ো হয় মৃত্যুর সব প্রাণ
খুঁজে নিও যদি পাও তোমার প্রিয়কে।
সব ভুল ক্ষমা করো
সব নিন্দা মুছে
সব ভালোবাসা বিশ্বাস
তোমার আঁচল ছায়ায় মিলায়
করো আশীর্বাদ তোমার সন্তানে
বাঁচে যেন ভালোবাসায় যতদিন বাঁচে।
আপনার মতামত লিখুন :