এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-
বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ মানিকছড়ির আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারী (পলিটিক্যাল) অনিমেষ চৌধুরী উপস্থিত ছিলেন।
১২ ডিসেম্বর-২০২২ খ্রি. সোমবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র ও মানিকছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেপুটি হাই কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিহারের বিহারাধক্ষ্য ভান্তে সাথে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, রক্তিম চৌধুরী, সহকারী কমিশনার ভুমি, রুপা ঘোষ, মুক্তিযোদ্ধা রাজা মং প্রু সাইন বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি, কুমার সুইচিংপ্রু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, মো. শাহানুর আলম ও চট্টগ্রাম মহানগর মারমা যুব সংঘ মানিকছড়ি উপজেলার শাখার সাংগঠনিক সম্পাদক, চিংলাপ্রু মারমাসহ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ।
ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ বিহারের বুদ্ধমূর্তি ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এর আগে তিনি বিহারাধক্ষ্যের নিকট শুভেচ্ছা উপহার ধর্মীয় বই তুলে দেন।
আপনার মতামত লিখুন :