ভারতের ৫০,তম, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়।।


প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২২, ১১:২৬ পূর্বাহ্ন / ৩৯৪
ভারতের ৫০,তম, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়।।

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

গতকাল রাতে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে কাজ করার দায়িত্ব নিলেন শ্রী ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়। তিনি হলেন ভারতের ৫০,তম, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের যায়গায় এলেন। আজ তাকে শপথ প্রদান করান ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দৌপ্রদী মুম্মু। সেই সঙ্গে উপস্তিত ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং কেন্দ্রীয় আইন মন্রালয়ের আধিকারিকরা। ভারতের ৫০তম, প্রধান বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় এর বাবা ওয়াই ভি চন্দ্রচূড় দীর্ঘ সাত বছর ভারতের সুপ্রিম কোর্টের প্রধান আলাউদ্দিন বিচারপতি হিসাবে ছিলেন। তিনি ২০১৬,সালের, আগে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে কাজ করেন। তিনি একমাত্র ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি দীর্ঘদিন ধরে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। আজ তার পুত্র ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় যখন শপথ গ্রহণ করেন তখন তিনি বলেন আমি কথার সাথে কাজ করতে চাই। তিনি দেশের বিচার ব্যবস্থা প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা আনতে ও বিশ্বাস আনতে এবং আইনের রক্ষিত সব ধরনের কাজ করতে বদ্ধ পরিকর। এর আগে তার নাম ভারতের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে ভারতের আইন মন্রী কাছে পাঠানো হয়। ভারতের আইনমন্ত্রী কিরেন রিজিজু ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুম্মু কাছে পাঠান। ভারতের রাষ্ট্রপতি সই করার পর ভারতের সুপ্রিম কোর্টের ৫০তম, প্রধান বিচারপতি হিসাবে শপথ প্রদান করান ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দৌপ্রদী মুম্মু।।