ভালোবাসার দূরত্ব


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৪, ১০:০৫ অপরাহ্ন / ৭২
ভালোবাসার দূরত্ব

ইলোরা সোমা

ভালবাসায় বড় বেদনা এই যে তোমার
আমার দূরত্ব,দূরত্বে আসে দুঃখ,
দুঃখ থেকে ভাবনা,ভাবনা থেকে সৃষ্টি হয় কাব্য,
কেউ বলে ভালোবাসার লোক কাছে থাকলে
সৃষ্টি হয় না কোন আকর্ষণ তাকে
নিয়ে কাব্য করা যায় না,
কাছে থাকলে ভালোবাসা দেখা যায় না,
হাতের কাছে দামি জিনিসও সস্তা মনে হয়
কিন্তু ; সব কিছুই যে দেখতে হবে তার কি মানে?
আমাদের নিশ্বাস প্রশ্বাস ও তো দেখা যায় না,
তবু আছে শরীর ঘিরে, তাই তো জীবন বাঁচে
মানুষ আজ আছে কাল নেই
স্বল্প সময়, না হোক ছবি আঁকা,না হোক কবিতা লিখে,হাজারোও স্বপ্ন বুনে
তবু তুমি কাছে থেকো,দূরত্ব যে বড়ই যন্ত্রণা।


There is no ads to display, Please add some

কবিতার আসর বিভাগের আরো খবর

আরও খবর