চেলসি হালদার
বৃষ্টি ছুয়েছে এ সকাল
পথের ক্লান্তি ভুলে ধুলো সলাজ
কৃষ্ণচূড়ার ডালে এসেছে নব রঙ
কোন পথে যে যাই
কার পানে ফিরে চাই।
শাপলা হাসে পথের বাঁকে
কাঁঠাল দাঁড়ায় ফুটপাতে
রকমারি আমের বাহার
হলুদ রঙের কদুলি পাশে।
সবজির পশরা বসে দাম চরা বেশ
হাসি মুখ নেই কারো অসন্তোষ অশেষ
রাস্তা খুঁড়ে খুঁড়ে ভোগান্তি বেশ
উন্নয়নের ধারাপাতে উর্ধ্বগতির রেশ৷
মনের মাধুরি খুঁজে ভালোবাসার রঙ
আবীর আবহে জাগে প্রনয়ের ঢঙ
ক্ষুদ্র কুসুম কলি শ্রাবনে ভাসে
আমার হিয়ার মাঝে পুলক প্রকাশে।
নরম হাতখানি রেখেছ এ হাতে
কমল পদ্মরাগে হৃদয় ভাসে
আদর চুমুতে সোহাগ বাদলে
ঝিরিঝিরি বাতাসে আঁখি দুটি ডাকে
ছোট্ট সোনার তরে মন কেন ছোটে।
আপনার মতামত লিখুন :