ভিক্টোরিয়া হাইস্কুলের এস.এস.সি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্তদের বৃত্তি প্রদান


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৪, ৭:৪৯ অপরাহ্ন / ৬২
ভিক্টোরিয়া হাইস্কুলের এস.এস.সি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্তদের বৃত্তি প্রদান

 

 

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ

 

সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাইস্কুলের -২০২৪ খ্রীঃ এর  এস.এস.সি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত ২০ জনকে   বৃত্তি প্রদান করা হয় । ভিক্টোরিয়া হাইস্কুলে আয়োজনে,

রবিবার (১৪ জুলাই)  সকালে স্কুলের হলরুমে  , উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,   ভিক্টোরিয়া হাইস্কুলের সদস্য সচিব ও প্রধান শিক্ষক  মোঃ সাজেদুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউট এর সুপারেনটেনডেন্ট  মোঃ ইসমাইল হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : ভিক্টোরিয়া হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র -১  মোঃ নুরুল হক ,  ভিক্টোরিয়া হাই স্কুল ম্যানেজিং কমিটির সদস্য  মোঃ আব্দুল হালিম ।

এসময়ে  ভিক্টোরিয়া হাইস্কুলের সহকারীপ্রধান শিক্ষক মোঃ শফিউল আলম, সিনিয়র সহকারী শিক্ষক মির্জা গোলাম মোস্তফা, জিয়াসমিন সুলতানা সহকারী শিক্ষক অচিন্ত কুমার মন্ডল, মোঃ রকিবুল হাসান, মোছাঃ শিউলি খাতুন  প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, স্কুলের সহকারী শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা অভিভাবকদের অনেকে উপস্থিত ছিলেন।


There is no ads to display, Please add some