ভেড়ামারায় বৃদ্ধ পিতাকে পিটিয়ে আহত করলেন পুত্র


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২২, ১০:২১ অপরাহ্ন / ৪৬৮
ভেড়ামারায় বৃদ্ধ পিতাকে পিটিয়ে আহত করলেন পুত্র

 

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

পারিবারিক অশান্তি ও জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বিমল কুমার দেবনাথ (৭৯)’কে পিটিয়ে আহত করেছে পাষন্ড পূত্র শ্রী বিদ্বান কুমার দেবনাথ (৪৫)। আহত বৃদ্ধ পিতা শ্রী বিমল কুমার দেবনাথ ভেড়ামারা কোদালিয়া পাড়া গ্রামের মৃত বিনয় কৃষ্ণ দেবনাথ এর ছেলে। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল ৮টায় শ্রী বিমল ঘুম থেকে উঠে বাড়ি সংলগ্ন চায়ের দোকানে যাওয়ার সময় পারিবারিক অশান্তি ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার বড় ছেলে বিদ্বান পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে একসময় পিতার বাম কানের উপরে চড় থাপ্পড় দিয়ে সজোরে আঘাত করে রক্তাক্ত জখম করে। পিতার ডাক চিৎকারে ছোট ছেলে শুভ কুমার দেবনাথ বেরিয়ে এলে বৌদি শ্রীমতি শুক্লা রানী দেবনাথ (৪২) এর হাতে থাকা লোহার রড দিয়ে সজোরে আঘাত করে তাকেও গুরুতর রক্তাক্ত জখম করে যার ফলে ক্ষতস্থানে ২টি সেলাই পরে। এসময় বিদ্বান তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে শুভর মাথার উপরে আঘাত করে রক্তাক্ত জখম করে। শুভ চিৎকার শুরু করলে তার চাচা শ্রী বিশ্বজিৎ কুমার দেবনাথ (৬২) কাঠের বাটাম দিয়ে শুভর দুই পায়ে হাঁটুর উপরে অংশ সহ পিঠে আঘাত করে বেদনাদায়ক কালোশিরা জখম করে পকেটে থাকা ৭৫ হাজার টাকা ছিনতাই করে নেয়। বর্তমানে বৃদ্ধ পিতা ও ছোট ছেলে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে বৃদ্ধ পিতার ছোট ছেলে শুভ ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ভেড়ামারা থানা পুলিশ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।16/11/22