মাহফুজা জামান
তাং ০৯-১০-২০২৪
আপাতদৃষ্টিতে দেখা সত্য নাও হতে পারে
হাসির আড়ালের কান্না ক’জন বুঝতে চায়?
ভাঙ্গা হৃদয়ের ভাঙ্গনের দাগ মুছাবে তারে
এই মানুষ কে বলো কবে কোথা খুঁজে পায়?
ফাঁটা মনের দাগের ওপরে মারবে সবাই
ছটফটালে করবে সবে পোষ্ট সেলফি তুলে
সুযোগে ছুরির আঘাতেও করবে জবাই!
হাসবে সবে দাঁত কেলিয়ে যে সামান্য ভুলে।
প্রাণ খুলে বলা এমন মানুষ কোথা পাবে
বিশ্বাস করে বলবে যারে সেও আঘাত দেবে
মনের মতোন মানুষ,মানুষের দেশে যাবে?
সেও তব দূর্লতার সুযোগ খুঁজে সত্যি নেবে।
নিজের সাথেই করো তুমি বন্ধুত্বের বন্ধন
জগতে মানুষ পাবে মন পাবে না মনের মতো
নিজে নিজের চোখ মুছে থামাবে ক্রন্দন।
যতো দেখ মনের বাজার মন সেথা নাই ততো।
আপনার মতামত লিখুন :