স্টাফ রিপোর্টারঃ
ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মাহারাজ কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি এবং বিজেপি সাংসদ নিতেশ রামায়ন এটিকে সমর্থন করায় এর তীব্র নিন্দা জানিয়ে মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
২ রা অক্টোবর, রোজ- বুধবার, ময়মনসিংহের সদর উপজেলার চর খরিচা বাজারে মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।
উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।
সমাবেশে বক্তারা ভারতের এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যদন্ড কামনা করে।
ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর কোথায় না ঘটে সে ব্যাপারে কঠিন হুশিয়ারি দেয়।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন
মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি – মোস্তাফিজুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এবং ধর্ম বিষয়ক সম্পাদক -মাওলানা আব্দুল হান্নান।
এছাড়াও চরাঞ্চলে প্রসিদ্ধ আলেম ওলামারা সমাবেশে বক্তব্য রাখেন।
তার মধ্যে মুফতি নুরে আলম সিদ্দিকী শিমুল, মাওলানা ইয়াছিন আরাফাত আনন্দীপুরী,মুফতি সাকিব সালেহী ও মুফতি হাসিবুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন জিয়াউল হাসান সম্রাট, মাহমুদুল হাসান তাপশ ও প্রমুখ ব্যাক্তিবর্গ।
মানবসেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক আতিকুজ্জামান জানান-
ধর্ম নিয়ে কোন আপোষ নয়!
মহানবী হযরত মুহাম্মদ (সা) আমাদের জন্য আদর্শ, এবং তাঁর সম্মান রক্ষা করা আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আমাদের নবির সম্মান রক্ষা করতে আমরা সদা প্রস্তুত।।
যেখানেই ইসলাম নিয়ে কটুক্তি করা হবে সেখানেই প্রতিবাদ করা হবে, ইনশাআল্লাহ।
এছাড়াও আতিকুজ্জামান অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে।
আপনার মতামত লিখুন :