আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
মরহুম আরাফাত রহমান কোকো’র ১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদ সিরাজগঞ্জের পক্ষ থেকে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শনিবার সকাল ১১ টায় সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ লক্ষ্মী সিনেমা হলের সামনে হতে মাসব্যাপী শীতবস্ত্র কম্বল বিতরণ করেন, প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি খ. ম রাকিবুল হাসান রতন,জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান, এটিএন বাংলার প্রতিনিধি ফেরদৌস হাসান প্রমুখ।
এসময়ে পৌর এলাকার ধানবান্ধি ১০ নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপির নেতা আবু কায়েস ভূঁইয়া কর্নেল, ফরহাদ সেখ, পৌর বিএনপি নেতা নেওয়াজ উদ্দিন গ্যাদা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, সদস্য সোহেল রানা হামিদ, যুবনেতা সুরুজ জামান, বাবু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। শীতার্ত মানুষেরা কম্বল উপহার পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরছেন।
আপনার মতামত লিখুন :