মহম্মদপুরে মধুমতি নদী থেকে অজ্ঞাত গলিত লাশের অংশ উদ্ধার 


প্রকাশের সময় : জুন ২৭, ২০২৪, ৭:৪৪ অপরাহ্ন / ১০৫
মহম্মদপুরে মধুমতি নদী থেকে অজ্ঞাত গলিত লাশের অংশ উদ্ধার 

মোহাম্মদ রাজিবুল ইসলাম, মাগুরা-

মাগুরা মহম্মদপুরের মধুমতি নদীর শেখ হাসিনা সেতুর দক্ষিণ পার্শে, থানা সংলগ্ন ঘাট থেকে অজ্ঞাত গলিত এক মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার সকালে এই মরাদেহের কোমর থেকে ২টি পায়ের গলিত অংশ। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল মধুমতি নদীতে লাশ ভেসে আসতে দেখে স্থানীয় লোকজন। পরে বিষয় টি পুলিশকে অবহিত করলে  মহম্মদপুর থানা পুলিশের একটি টিম নদী পাড়ে গিয়ে লাশটি দেখতে পান। পরে মরাদেহের খবর পেয়ে মাগুরা থেকে সিআইডি টিম, ঝিনাইদহ থেকে পিবিআই টিম ও নড়াইল থেকে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে সকল বাহিনীর প্রচেষ্টায় মরদেটির সুরতহাল করে মাগুরা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক ভাবে এই মরদেহটি একজন নারীর বলে ধারণা  করা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে এই মরদেহটি অন্তত একমাস পূর্বের। দুরের কোথাও থেকে ভেসে আসছে। মরদেহের খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বের হোসেন (ক্রাইম) ঘটনাস্থলের ছুটে আসেন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বোরহান উল ইসলাম জানান, মরদেহটির শুধু কোমরের নিচের অংশ গলিত অবস্থায় পাওয়া গিয়েছে দেহের উপরের অংশ একেবারে গলে খসে গিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


There is no ads to display, Please add some