মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৪, ১১:৩২ অপরাহ্ন / ১৯
মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারি আজিজুল হক কলেজের একাদশ শ্রেণীর ১ম বর্ষের শিক্ষার্থীরা। সোমবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরে সাতমাথা মুক্ত মঞ্চে এসে সমাবেশ করেন তারা।

এসময় বিশ্বনবীর অপমান সইবেনারে মুসলমান, দুনিয়ার মুসলিম এক হও, আমরা সবাই রাসুল সেনা, মুক্তির একপথ খেলাফতসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফুঁসে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা। গত আগস্ট মাসে রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাঁকে সমর্থন দেন বিজেপির বিধায়ক নিতেশ নারায়ণ রানে। এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেফতার করেনি।

তারা আরো বলেন, ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে হিন্দু-মুসলিম একসঙ্গে সৌহাদর্যপূর্ণ পরিবেশে বসবাস করলেও বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলেই ভারত উসকানি দেয়। তারা অপপ্রচার চালায়। অথচ ভারতে সংখ্যালঘু মুসলমানেরা প্রতিনিয়ত নির্যাতিত হয়ে আসছেন। স্বাধীনভাবে তাঁরা ধর্ম পালন করতে পারেন না। মহানবী (সা.)-কে অবমাননাকারীদের গ্রেফতার করে সঠিক বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।