এনামুল হক কাজিপুর প্রতিনিধি : ৫১তম মহান স্বাধীনতা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় কাজিপুর সদরে
শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের ও দেশাত্মবোধক গানের মাধ্যমে সাংস্কৃতিক শুরু হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত, কাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, কাজিপুর উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক বকুল হোসেন, কাজিপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টি এম শফিকুল ইসলাম শফি প্রমুখ। ৪৫০-৫০০ জন দর্শক সুন্দর পরিবেশ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান উপভোগ করছেন দর্শকরা।
এ/ মনি
আপনার মতামত লিখুন :