মহান বিজয় দিবস উপলক্ষে রামগড় তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২২, ৮:০০ অপরাহ্ন / ৩৮৭
মহান বিজয় দিবস উপলক্ষে রামগড় তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

তথ্য অফিস রামগড়ের আয়োজনে মহান বিজয় দিবস-২০২২ খ্রি উদযাপন উপলক্ষে রামগড় উপজেলার বল্টুরাম টিলার ত্রিপুরা কল্যাণ সমিতির প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২১ ডিসেম্বর-২০২২ খ্রি. বুধবার তথ্য অফিস রামগড়ের আয়োজনে মহান বিজয় দিবস-২০২২ খ্রি. উদযাপন উপলক্ষে রামগড় উপজেলার বল্টুরাম টিলার ত্রিপুরা কল্যাণ সমিতির প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভায় রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার, মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগড় উপজেলা নির্বাহী অফিসার, খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় থানার অফিসার ইনচার্জ, মো. মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার, জাহাঙ্গীর আলম, ২৩৫ নং নাকাপা মৌজার মৌজা প্রধান আপোষু চৌধুরী, কার্বারী কল্যাণ সমিতির সভাপতি, আনন্দ মোহন ত্রিপুরা, সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা প্রমূখ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে সংঘটিত মহান মুক্তিযুদ্ধে পার্বত্যাঞ্চলে রামগড় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। ০৮ ডিসেম্বর রামগড় পাক-হানাদার বাহিনী থেকে মুক্ত হয় এবং ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে আমরা বিজয় লাভ করি। মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সরকারের গৃহীত কর্মসূচীতে নিজেদের সম্পৃক্ত করতে হবে” বিশেষ অতিথিবৃন্দ মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। উক্ত অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।


There is no ads to display, Please add some