নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সন্ধ্যায় ইংল্যান্ডের পুর্ব লন্ডনের একটি ভ্যানুতে মুক্তিযুদ্ধের ওপর আলোকপাত করে এ আলোচনা সভা হয়।এতে সংগঠনের সভাপতি শাহ সানোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুক আহমেদ সরদারের পরিচালনায় বিজয় দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্টাতা চিফ এডভাইজার সৈয়দ আবুল কাশেম, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র দরছ উল্লাহ, সাবেক ডেপুটি মেয়র শাহিদ আলী ও সাবেক স্পিকার আহবাব হোসেন ও কাউন্সিলার বদরুল চৌধুরী, সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আশিক চৌধুরী, ডক্টর রোয়াব উদ্দিন, মাষ্টার আমির উদ্দিন আহমেদ, ফারুক মিয়া জিলু, আব্দুল তাহিদ ও বাবুল তালুকদার, সংগঠনের সাবেক চেয়ারম্যান আরমান আলী, সাবেক সাধারন সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী, সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহীন খান, সহসভাপতি সাবেক কাউন্সিলর রুহুল আমিন, সহসভাপতি ফয়জুল হক, সহসভাপতি আবুল হাসনাত চুনু, সহসভাপতি নাসির আহমদ, জয়েন্ট ট্রেজারার নুরুল আলম, জয়েন্ট সেক্রেটারী কামরুল হক, জামাল উদ্দিনসহ অনেকে।
আপনার মতামত লিখুন :