লালমনিরহাট প্রতিনিধি-
মহান বিজয় দিবস-২০২৪ ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে যথাযথ ভাবে উদযাপনের জন্য জেলা প্রশাসন, লালমনিরহাট কর্তৃক দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্যে আগামী সোমবার (১৬ ডিসেম্বর) ২০২৪ সূর্যোদয়ের সাথে সাথে (সকাল ৬.২৪ টা) সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি। তোপধ্বনির পর পর শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ।
সকাল ৯ টায় স্টেডিয়াম মাঠ, লালমনিরহাটে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ১১ টায় জেলা পরিষদ মিলনায়তন (নতুন) লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা। সকাল ১১ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয়মেলা (চারু, কারু ও স্থানীয় ভাবে উৎপাদিত শিল্প পণ্যের) আয়োজন। বাদ যোহর ও সুবিধামত সময়ে মসজিদ/ মন্দির/গির্জা/প্যাগোডা ও অন্যান্য উপাসনালয় শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা। সুবিধামত সময়ে সদর হাসপাতাল/জেলা কারাগার/সরকারি শিশু পরিবার/ আল-নাহিয়ান শিশু পরিবার/এতিমখানায় হাসপাতাল/জেলা কারাগার/সরকারি শিশু পরিবার/আল নাহিয়ান শিশু পরিবার/ এতিমখানায় ও ভবঘুরে প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন। মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনী। কালেক্টরেট কলেজিয়েট স্কুল লালমনিরহাটে শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। দিনব্যাপী লালমনিরহাট শিশু পার্কে লালমনিরহাট শিশু পার্ক সকাল-সন্ধ্যা সকলের জন্য উন্মুক্ত রাখা ও বিনা টিকিটে প্রদর্শন। প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহে শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকাসহ বিভিন্ন প্লাকার্ড/ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ।
রোববার ও সোমবার (১৫ ও ১৬ ডিসেম্বর) ২০২৪ সন্ধ্যা থেকে গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবন/স্থাপনাসমূহে আলোকসজ্জা। লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার আমন্ত্রণ পত্রে উল্লেখ করেন, সম্মানিত সুধী, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি অর্জন করে মহান স্বাধীনতা। বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী নির্যাতিতা মা-বোন ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দকে, যাঁদের অবর্ণনীয় ত্যাগ-তিতিক্ষায় অর্জিত হয়েছে মহান বিজয় আর আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। জাতির এ অগ্রযাত্রার দৃপ্ত পদক্ষেপে সামিল হওয়ার দৃঢ় প্রত্যয়ে জেলা প্রশাসন, লালমনিরহাট কর্তৃক মহান বিজয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে আপনার উপস্থিতি কামনা করছি।
আপনার মতামত লিখুন :