বিশেষ প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নে মাওলানা পাড়া যুব কল্যান পরিষদের সাধারণ নির্বাচনে সভাপতি পদে জহিরুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক পদে মাষ্টার ফয়েজ আহমদ নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জুন) সকালে যুব কল্যান পরিষদের সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, যুব কল্যান পরিষদের মোট ৪৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গননা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে জহিরুল ইসলাম মিলন ৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, সাধারণ সম্পাদক পদে মাষ্টার ফয়েজ আহমদ ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ভোট গ্রহণ অনুষ্ঠানে প্রধান সমন্নয়ক হিসেবে দ্বায়িত্ব পালন করেন চরলক্ষ্মীগন্জ নাজেরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মিঞা। নির্বাচন কমিশনের দ্বায়িত্ব পালন করেন বিশিষ্ট সমাজ সেবক নূরুল করিম ভূঞা, মাষ্টার ওয়ালি উল্লাহ, মাষ্টার সানা উল্লাহ, নুরুল হক খান ও মোঃ সিরাজুল ইসলাম।
আপনার মতামত লিখুন :