মাগুরায় আওয়ামী লীগের  ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


প্রকাশের সময় : জুন ২৪, ২০২৪, ১২:১৫ অপরাহ্ন / ৬১
মাগুরায় আওয়ামী লীগের  ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

মোহাম্মদ রাজিবুল ইসলাম মাগুরা জেলা প্রতিনিধিঃ

মাগুরায় নোমানী ময়দানে রবিবার সকালে  বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নোমানী  ময়দানে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডুসহ দলীয় নেতৃবৃন্দ। পরে নোমানী ময়দান থেকে একটি র‍্যালি বের হয়। র‌্যালিতে জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা   অংশ গ্রহণ করেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ শেষে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, এ্যাডঃ সৈয়দ শরিফুল ইসলাম, সোহেল পারভেজ দ্বীপ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রানা আমির ওসমান, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম, সাকিব আল হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরুর রেজা কুটিল, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে পালন করা হয়। এ সময় আওয়ামী লীগ ও তার  অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


There is no ads to display, Please add some