মাগুরায় এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৪, ৮:৪৬ অপরাহ্ন / ৫৪
মাগুরায় এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোহাম্মদ রাজিবুল ইসলাম,
মাগুরা জেলা প্রতিনিধি-

মাগুরায় এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
র‍্যালি কেক কেটে, আলোচনা সভার মধ্যে দিয়ে
বেসরকারি টেলিভিশন এনটিভি’র ২২ বছরে পদার্পণ
উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার সকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, আলোচনা শেষে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।