মোহাম্মদ রাজিবুল ইসলাম মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরায় ২২ জন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া
ব্যক্তিত্বকে ভালো কাজের সম্মাননা প্রদান করলেন মাগুরা জেলা মোহাম্মদ আবু নাসের বেগ।
“ভালো কাজের নাগরিক অনুশীলন, স্বীকৃতি দিবে মাগুরা জেলা প্রশাসন” এই প্রতিপাদ্য নিয়ে গত ২৬ মার্চ ২০২৩ থেকে শুরু হওয়া স্বীকৃতি প্রদান কার্যক্রমের ধারাবাহিকতায় আজ গত ২ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষ ‘চাঁদের হাট’ এ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলায় কৃতিত্বের স্বাক্ষর রাখা মাগুরা জেলার ২২ জন খেলোয়াড়কে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন সাকিব আল হাসান, সদস্য সংসদ সদস্য, মাগুরা-১। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে ফুটবল, ক্রিকেট, ক্যারাম, তাইকোয়ান্দ, উশু, কাবাডি, ভলিবল, শুটিংসহ বিভিন্ন খেলায় জাতীয় ও আন্তর্জাতিক ভাবে কৃতিত্ব অর্জন করে মাগুরাকে বিশ্ব দরবারে সুপরিচিত করায় মাগুরা জেলার ২২ জন খেলোয়াড়কে ভালো কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা পত্র, মেডেল, শুভেচ্ছা স্মারক ও ফুলের তোড়া প্রদান করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সাকিব আল হাসান, এমপি এমন চমৎকার অনুষ্ঠান আয়োজন করার জন্য মাগুরা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন যে,মাগুরা জেলা ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষণীয় অবস্থান তৈরি করেছে এবং এই অবস্থানকে আরো এগিয়ে নিতে ভালো কাজের স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা প্রশাসকের উদ্যোগে মাগুরা জেলার ক্রীড়া আরও বিকশিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন যে, সহমর্মিতা ও সহানুভূতির মানবিক সমাজ বিনির্মাণের অংশ হিসেবে নাগরিকদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত ও টেকসই করতে হলে মানবিক সমাজ বিনির্মাণের কোনো বিকল্প নেই। একই সাথে সমাজের সকল স্তরের জনসাধারণের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক উন্নত সমাজ প্রতিষ্ঠা করতে উত্তম কাজের অনুশীলন করা সকলের নাগরিক দায়িত্ব। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, উত্তম চর্চা অনুশীলনকারীদের স্বীকৃতি প্রদানের মাধ্যমে অনুপ্রাণিত করা হলে সমাজের অন্যরাও উৎসাহিত হবেন। এই ধরনের ছোট ছোট উদ্যোগ, উদ্ভাবন ও সৃজনশীলতার মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনুপম পরিবেশ সৃষ্টি হতে পারে এবং সকলের ঐক্যবদ্ধ প্রয়াস ও প্রচেষ্টার মাধ্যমেই জনকল্যাণমুখী মাগুরা গঠনের পথে আমরা এগিয়ে যেতে পারি।
স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তিগণ তাঁদের ভালো কাজের দ্বারা মাগুরা জেলার ভাবমূর্তি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল করে চলেছেন। মাগুরা জেলা প্রশাসন প্রত্যাশা করে যে, তাঁরা তাঁদের নিজ নিজ ক্ষেত্রে ভালো কাজের এ ধারা অব্যাহত রাখবেন এবং সমাজের অন্যরা তাঁদের দেখে ভালো কাজে অনুপ্রাণিত ও উৎসাহিত হবেন। উল্লেখ্য যে, জেলা প্রশাসন মাগুরার উদ্যোগে ভালো কাজের নাগরিক অনুশীলনের স্বীকৃতিস্বরূপ এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে ৯২ ব্যক্তি/প্রতিষ্ঠানকে এবং অনানুষ্ঠানিক ভাবে-২ শতাধিক ব্যক্তিকে স্বীকৃতি প্রদান করা হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, উপ-পরিচালক, জেলা সমাজসেবা দপ্তর, জেলা ক্রীড়া কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :