মাগুরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়াচশব্লক স্থাপন কাজে শুভংকরের ফাঁকি: মেকানিক লিটন মোল্লা করছেন ঠিকাদারী


প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৪, ৮:২৭ অপরাহ্ন / ৮৩
মাগুরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়াচশব্লক স্থাপন কাজে শুভংকরের ফাঁকি: মেকানিক লিটন মোল্লা করছেন ঠিকাদারী

বিশেষ প্রতিনিধি

পিরোজপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের মেকানিক লিটন মোল্লা সপ্তাহে দুই দিন অফিস করে বাকি পাঁচ দিন মাগুরায় অবস্থান করে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লক কাজের সাব ঠিকাদারী করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তিনি মাগুরা সদর উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকের ৬০/৭০ টি কাজ ঠিকাদারদের কাছ থেকে কিনে নিয়েছেন।
প্রতিটি ওয়াশব্লক স্থাপনের ব্যয় ধরা হয়েছে সর্বনিম্ন ২৩ লাখ টাকা।
দ্বিতলগুলো ৫০ লাখ টাকা।
লিটন মোল্লা অতি নিন্মমানের থার্ড গ্রেডের,টাইলস, বেসিন,ট্যাপ দিয়ে কাজ সম্পন্ন করছেন। ২/৩ মাসের মধ্যেই এসব ওয়াশব্লক নস্ট হয়ে যাবে বলে মন্তব্য করেছেন এলাকাবাসী।
অনেক জায়গায় সাব মার্সিবল মটর স্থাপন না করেই বিল তুলে নিচ্ছেন। সরে জমিন তদন্ত করলেই এই শুভংকরের ফাঁকি ধরা পড়বে।
এই দুর্নীতি দেখার যেন কেও নেই মাগুরায়।

এই দুর্নীতির সাথে জেলা ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলিরাও জড়িত রয়েছেন।
এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।