এম এ রশীদঃ চট্টগ্রাম সাগরিকা বিটেক বাজারের সামনে থেকে আনুমানিক রাত দশটার সময় একটি মোটরসাইকেল চুরি হয়েছে।
ব্যবসায়ী মোঃ জনি (৪০) চুরি হওয়া ওই মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি গত ৮ জুলাই মোটরসাইকেলটি চুরি হয়।
ব্যবসায়ী জনি বলেন, গত ৮ জুলাই বিটাক বাজারের সামনে মোটরসাইকেল রেখে বাজার করি । এ সময় আমার বাজাজ পালসার -১৫০ লাল রঙের মোটরসাইকেলটি বাজারের সামনে রেখে বাজার করি । বাজার শেষে এসে দেখি অন্যান্য লোকজনের রাখা মোটরসাইকেল থাকলেও আমারটি নেই। এ ব্যাপারে আমি পাহাড়তলী থানার সহযোগিতা নিয়েছি
পাহাড়তলী থানার ওসি কেপায়েত জানান, মোটরসাইকেলটি উদ্ধারের জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে।
এম এ রশীদঃ চট্টগ্রাম সাগরিকা বিটেক বাজারের সামনে থেকে আনুমানিক রাত দশটার সময় একটি মোটরসাইকেল চুরি হয়েছে।
ব্যবসায়ী মোঃ জনি (৪০) চুরি হওয়া ওই মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি গত ৮ জুলাই মোটরসাইকেলটি চুরি হয়।
ব্যবসায়ী জনি বলেন, গত ৮ জুলাই বিটাক বাজারের সামনে মোটরসাইকেল রেখে বাজার করি । এ সময় আমার বাজাজ পালসার -১৫০ লাল রঙের মোটরসাইকেলটি বাজারের সামনে রেখে বাজার করি । বাজার শেষে এসে দেখি অন্যান্য লোকজনের রাখা মোটরসাইকেল থাকলেও আমারটি নেই। এ ব্যাপারে আমি পাহাড়তলী থানার সহযোগিতা নিয়েছি
পাহাড়তলী থানার ওসি কেপায়েত জানান, মোটরসাইকেলটি উদ্ধারের জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে।
আপনার মতামত লিখুন :