[gtranslate]

মাটিরাঙ্গার নবাগত ইউএনও মাহমুদুর রহমানের সাথে যুব রেড ক্রিসেন্টের সৌজন্য সাক্ষাৎ


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ২:০২ অপরাহ্ন / ২২১
মাটিরাঙ্গার নবাগত ইউএনও মাহমুদুর রহমানের সাথে যুব রেড ক্রিসেন্টের সৌজন্য সাক্ষাৎ

এম. জুলফিকার আলী ভূট্টো, 

বিশেষ প্রতিনিধি-

মাটিরাঙ্গা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুব রেড ক্রিসেন্ট, মাটিরাঙ্গা উপজেলা দল, খাগড়াছড়ি ইউনিট।

রবিবার (১৯ অক্টোবর-২০২৫) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় যুব রেড ক্রিসেন্টের সদস্যরা নবাগত ইউএনওকে মাটিরাঙ্গায় আন্তরিক স্বাগত জানান এবং সংগঠনের চলমান মানবিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

 নবাগত ইউএনও মাহমুদুর রহমান যুব রেড ক্রিসেন্টের মানবিক সেবা ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, যুব সমাজ যদি রেড ক্রিসেন্টের মতো সংগঠনের মাধ্যমে মানবতার সেবায় এগিয়ে আসে, তাহলে সমাজ আরও ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যাবে।সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, মাটিরাঙ্গা উপজেলা দলের দলনেতা জাহানারা আক্তার, উপ-দলনেতা (১) হাসিবুর রহমান হাসিব এবং অন্যান্য সদস্যবৃন্দ। সৌজন্য সাক্ষাৎ শেষে সংগঠনের পক্ষ থেকে নবাগত ইউএনও মাহমুদুর রহমানকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। উল্লেখ্য, যুব রেড ক্রিসেন্ট, মাটিরাঙ্গা উপজেলা দল নিয়মিত ভাবে রক্তদান কর্মসূচি, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, স্কুল-কলেজ পর্যায়ে সহ-শিক্ষা কার্যক্রম, দুর্যোগকালীন সহায়তা ও বিভিন্ন মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। জে/এ