মাদক মামলায় কৃষক লীগের নেতার যাবজ্জীবন


প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৪, ৮:২৪ পূর্বাহ্ন / ৬১
মাদক মামলায় কৃষক লীগের নেতার যাবজ্জীবন

নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-

মাদক মামলায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কৃষক লীগের বহিষ্কৃত সাবেক সভাপতি মো. হাবিবুর রহমানকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজবাড়ী জেলা আদালত। এছাড়া তাঁকে আরো ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত বুধবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আক্তার এ আদেশ দেন, দণ্ডিত হাবিবুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দ পৌর সভার কুমড়াকান্দি গ্রামের জোনাব আলীর ছেলে।

গত ২০২৩ সালের ২৩ অক্টোবর জেলা কৃষকলীগ সাংগঠনিক আচরণবিধি লঙ্ঘনের দায়ে গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়। রায় ঘোষণার সময় আদালতে হাবিবুর রহমান নিজেই উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১ মে ফরিদপুর র‍্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে হাবিবুর রহমানের বসতবাড়ি গোয়ালন্দের কুমড়াকান্দিতে অভিযান চালিয়ে তাঁর হেফাজতে থাকা ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

তখন হাবিবুর রহমানকে আটক করা হলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর দোষ স্বীকার করেন।


There is no ads to display, Please add some