মানিকছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২২, ৮:৫৪ অপরাহ্ন / ৬৮১
মানিকছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

আহলে সুন্নাত ওয়াল জামা’আত মানিকছড়ি উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত কাউন্সিলে আহলে সুন্নাত ওয়াল জামা’আত মানিকছড়ি উপজেলা শাখার আহবায়ক, মাওলানা মো. বেলাল উদ্দিনকে সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, মাওলানা আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মনির হোসেন ও মো. আতিকুল ইসলামকে অর্থ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

 

২৫ ডিসেম্বর-২০২২ খ্রি. বিকালে উপজেলা পরিষদ টাউন হলে কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, মো. কাউছার হামিদ রুকন’র সঞ্চালনায় ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত মানিকছড়ি উপজেলা শাখার আহবায়ক, মাওলানা মো. বেলাল উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও সাবেক খাগড়াছড়ি পৌর মেয়র, মো. রফিকুল আলম।

কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক, মো. আকতার উদ্দিন মামুন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি, মাওলানা মো. আবু তাহের আনছারী, আহলে সুন্নাত ওয়াল জামা’আত মানিকছড়ি উপজেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক সাবেক উপজেলা চেয়ারম্যান, এম. এ রাজ্জাক, মানিকছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত মানিকছড়ি উপজেলা শাখার উপদেষ্টা, মো. শফিকুর রহমান ফারুক, যুবলীগের সভাপতি, মো. সামায়উন ফরাজী সামু, মানিকছড়ি ইউনিয়ন আ’ লীগ সভাপতি, মো. আকতার হোসেন ভূঁইয়া প্রমূখ।

আলোচনা সভা শেষে আহলে সুন্নাত ওয়াল জামা’আত মানিকছড়ি উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলে উপস্থিতির মতামতের ভিত্তিতে মাওলানা মো. বেলাল উদ্দিনকে সভাপতি, মাওলানা আবদুল জলিলকে সাধারণ সম্পাদক, মো. মনির হোসেনকে সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক পদে মো. আতিকুল ইসলামের নাম ঘোষণা করে আংশিক কমিটি গঠন করেন অতিথিরা। বাকি কমিটির অন্যান্য পদবী ও সদস্যদের চূড়ান্ত তালিকা জেলা-উপজেলার নেতৃবৃন্দদের সাথে আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে সিদ্ধান্ত গৃহীত হয়।


There is no ads to display, Please add some